Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

সুপ্রিম কোর্ট বারের ভোট গণনার সময় হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৮, ২০২৪, ১১:৩৬ এএম


সুপ্রিম কোর্ট বারের ভোট গণনার সময় হামলার অভিযোগ
ছবি: সংগৃহিত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট গণনাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ মার্চ) সকালে মারামারি হয়েছে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে। এ হামলার ঘটনায় আহত হয়েছেন কয়েকজন আইনজীবী।

এসময় বহিরাগতরা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শাহ মঞ্জুরুল হকের সমর্থকদের মারধর করে। তারা সাইফ নামে এক সহকারী অ্যাটর্নি জেনারেলকে বেধড়ক পেটায়। তাকে মারার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নির্বাচন পরিচালনায় যুক্ত এক আইনজীবী বলেন, ফজর নামাজের পরে আওয়ামী লীগ সমর্থক সাদা প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। কিছু বহিরাগতরা বারে প্রবেশ করে আইনজীবীদের মারধর করেছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল বলেন, ভোট গণনাকে কেন্দ্র করে সরকার সমর্থক আইনজীবী ও সরকার সমর্থক স্বতন্ত্র প্রার্থীর মধ্যে মারামারি ঘটনা ঘটেছে।

এর আগে বৃহস্পতিবার বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। গত বুধবার থেকে পরপর দুদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। বৃহস্পতিবার শেষদিকে আরও ১৫ মিনিট বাড়ানো হয় সময়।

এবার ১৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন প্রার্থী। ভোটার ৭ হাজার ৮৮৩ জন।

এআরএস

Link copied!