Amar Sangbad
ঢাকা শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪,

হাইকোর্ট

বুয়েটে ছাত্ররাজনীতি চলবে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১, ২০২৪, ০২:০২ পিএম


বুয়েটে ছাত্ররাজনীতি চলবে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতির ওপর নিষেধাজ্ঞা বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার দুপুরে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন আদালত।

বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বি এ রিট দায়ের করেন। রিটকারী আইনজীবী ব্যারিস্টার হারুনুর রশিদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

আদালতের এ আদেশের ফলে বুয়েটে ছাত্র রাজনীতি চলতে বাধা নেই বলে জানান তিনি।

আদালতে আইনজীবী ছাড়াও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জালাল/ইএইচ

Link copied!