Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

চলন্ত বাসে গণধর্ষণ ও ডাকাতি : ৫ দিনের রিমান্ডে রাজা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

আগস্ট ৪, ২০২২, ০৮:১৬ পিএম


চলন্ত বাসে গণধর্ষণ ও ডাকাতি : ৫ দিনের রিমান্ডে রাজা

টাঙ্গাইলে চলন্ত বাসে গণধর্ষণ ও ডাকাতি মামলায় গ্রেপ্তার রাজা মিয়াকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মধুপুর আমলী আদালতের বিচারক বাদল কুমার চন্দ উক্ত রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুমি খাতুন ভুক্তভোগী ওই নারীর ২২ ধারা জবানবন্দি গ্রহণ করেন।

আদালতের পরিদর্শক তানভীর আহমেদ বলেন, পুলিশ আসামী রাজা মিয়ার ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে। এ সময় আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।

কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসে ডাকাতদের দলবদ্ধ ধর্ষণের শিকার নারীর ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রাথমিক আলামত মিলেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

মেডিকেল বোর্ডের প্রধান শেখ হাসিনা মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক রেহেনা পারভীন বলেন, ভোক্তভোগী ওই নারীকে তিন সদস্যের মেডিকেল টিম পরীক্ষা করেছে। কিছু সাইন পজিটিভ আছে। সাইন অব স্ট্রাগল রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। তার সোয়াব সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

আমারসংবাদ/এসএম

Link copied!