Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

করোনা সংক্রমণ: টানা ১৫ দিন মৃত্যুহীন বাংলাদেশ

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২৬, ২০২৩, ০৮:৩৭ পিএম


করোনা সংক্রমণ: টানা ১৫ দিন মৃত্যুহীন বাংলাদেশ

দেশের গত ২৪ ঘণ্টায় ৬২ জেলায় নতুন করে কোনো কভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। এ সময়ে নতুন কোনো কভিড রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে টানা ১৫ দিন ধরে দেশে নভেল করোনাভাইরাস সংক্রমণে কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে ১৬ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পেয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৬৮টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৭২টি। এতে ১৬ জনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নতুন রোগীদের মধ্যে ১৫ জনই ঢাকার বাসিন্দা।

এর বাইরে যশোরে একজন নতুন রোগী ধরা পড়েছে। দেশের বাকি ৬২ জেলায় আর কারও সংক্রমণের খবর নমুনা পরীক্ষায় আসেনি। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৪৯৪ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪৪১ জন রয়েছে। সবশেষ ১১ জানুয়ারি দেশে কভিডে ১ জনের মৃত্যুর খবর এসেছিল। তারপর গত ১৫ দিন ধরে কভিডে মৃত্যুহীন বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে ০ দশমিক ৭৭ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ৪৭ শতাংশ ছিল। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৩ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯১ হাজার ৭৯২ জন।

বাংলাদেশে নভেল করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। ২০২১ সালের ৫ আগস্ট ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

এআরএস

Link copied!