Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

বিইআরসির নতুন চেয়ারম্যান নুরুল আমিন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২১, ২০২৩, ০৫:১৮ পিএম


বিইআরসির নতুন চেয়ারম্যান নুরুল আমিন

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মো. নুরুল আমিন।

মঙ্গলবার (২১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হুমায়ূন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়।

কর্মজীবনে ১৯৮৪ সালে তিনি বিসিএস পরীক্ষায় পাস করে ২১ জানুয়ারি ১৯৮৬ সালে কর্মকর্তা হিসেবে প্রশাসন ক্যাডারে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।

তিনি ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, উপসচিব পদে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক, ২০০৯ সালে নেত্রকোণা জেলা প্রশাসক, যশোরের জেলা প্রশাসক, যুগ্মসচিব পদে ধর্ম মন্ত্রণালয়ে, বরিশাল বিভাগীয় কমিশনার, ২০১৪ সালের মার্চ মাসে অতিরিক্ত সচিব পদে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও ১৮ মার্চ ২০১৮ সালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

৫ ফেব্রুয়ারি ২০১৯ সালে বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে যোগদান করছেন। তিনি ১লা জুন ২০২০ তারিখে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। সালের ৯ জুন তিনি  অবসরে গ্রহণ করেন।

উল্লেখ্য, তিনি ১৯৬১ সালে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার আইটপাড়া গ্রামের জন্ম গ্রহণ করেন।

এআরএস

Link copied!