Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

সাঁথিয়ায় জলাতঙ্ক রোগে এক ব্যক্তির মত্যু

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

মার্চ ৩০, ২০২৩, ০৫:৫৯ পিএম


সাঁথিয়ায় জলাতঙ্ক রোগে এক ব্যক্তির মত্যু

পাবনার সাঁথিয়ায় জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়া খবির উদ্দিন মোল্লা (৬০)নামে এক ব্যাক্তি বুধবার(২৯মার্চ)দিবাগত রাত ৩টার দিকে মারা গেছেন। তিনি উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের পুরানচর গ্রামের ফয়েজ উদ্দিন মোল্লার ছেলে। এ ঘটনায় এলাকায় চরম জলাতঙ্ক আতঙ্ক বিরাজ করছে।

মৃত ব্যক্তির ছেলে বাবলু জানান,প্রায় দেড় মাস আগে তার বাবাকে কুকুর কামড়ে দিয়েছিল। তিনি কোন ভ্যাকসিন না নিয়ে উপজেলার ফেচুয়ান গ্রামে এক কবিরাজের চিকিৎসা নেন। বেশ কয়দিন ধরে অসুস্হ বোধ করায় আমরা বাবাকে গত ২৫মার্চ রাত সাঁথিয়া হাসপতালে ভর্তি করি। তার দুই পা অবস হয়ে যাওয়া,কিছুই খেতে না পারা,পানি দেখলে ভয় পাওয়া এবং অতিরিক্ত লালা ক্ষরণ হওয়ার উপসর্গ দেখে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মামুন ২৭মার্চ তাকে জলাতঙ্ক রোগি হিসেবে শনাক্ত করেন। রোগীর উন্নত চিকিৎসার জন্য তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে  স্থানান্তর  করেন। রোগির অবস্হার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মহাখালি হাসপাতালে  স্থানান্তর  করা হয়। স্বজনরা গত বুধবার (২৯মার্চ) রাতে বাড়ি নিয়ে আসেন এবং ওই দিন রাতেই ৩টার দিকে তিনি মারা যান।বহস্পতিবার(৩০মার্চ) জানাযা নামাজ শেষে স্হানীয় কবরস্হানে তাঁকে দাফন করা হয়। 

এ ব্যাপারে স্থানীয় গৌরীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মাষ্টার জলাতঙ্ক রোগ আক্রান্ত ব্যাক্তির মত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,তাকে কবিরাজি চিকিৎসা করানাটা উচিৎ হয়নি।’

এ ব্যাপার সাঁথিয়া উপজলা স্বাস্হ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আব্দুল্লাহ আল মামুন জানান,‘কুকুর কামড়ালে কবিরাজি চিকিৎসা না নিয়ে কামড়ানোর পরপরই ডাক্তারি পরামর্শ অনুযায়ী দ্রত প্রতিষোধক টিকা বা ভ্যাকসিন নিতে হবে। ’

আরএস

 

Link copied!