Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫,

প্রধানমন্ত্রী দেশে পৌঁছেছেন

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২৭, ২০২৩, ১২:৩৮ পিএম


প্রধানমন্ত্রী দেশে পৌঁছেছেন

ইতালির রোমে জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজিত ফুড সিস্টেম সামিট শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাত ১টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান ঢাকায় পৌঁছায়।

এর আগে গত বুধবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৪৫ মিনিটে (স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিট) রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি রওনা হন।

দোহায় ট্রানজিট বিরতির পর কাতার এয়ারওয়েজের আরেকটি ফ্লাইটে ঢাকা পৌঁছান তিনি। এর আগে গত রোববার (২৩ জুলাই) স্থানীয় সময় বিকেলে ইতালির রোম যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরকালে তিনি ‘জাতিসঙ্ঘের ফুড সিস্টেম সামিটে’ অংশগ্রহণ করেন। এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এছাড়া প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন।

এইচআর

Link copied!