Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত থাকবে বৃষ্টি

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ৬, ২০২৩, ০৩:২১ পিএম


অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত থাকবে বৃষ্টি

সাগরে লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানীসহ সারাদেশের জনজীবন। আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানান, বর্ষা শেষ হওয়ার জন্য অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল পর্যন্ত) দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ময়মনসিংহ বিভাগে। বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩৭৮ মিলিমিটার। যেটি ১৯৭১ সালের পর সর্বোচ্চ। এই সময়ে ঢাকায় ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সংকেত বলবৎ থাকবে। আগামী ২৪ ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে, পরবর্তীতে ঢাকায় বৃষ্টিপাত আরও কমে যাবে।

আরএস

Link copied!