আমার সংবাদ ডেস্ক
জুলাই ১৫, ২০২৪, ১০:৫২ এএম
আগামী ২৩ জুলাই সৌদি আরবের রিয়াদে ও ২৪ জুলাই জেদ্দায় স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন হবে বলে জানা গেছে। নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন।
রোববার জারি হওয়া এ সংক্রান্ত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।
আদেশে বলা হয়েছে, আগামী ২১ থেকে ২৮ জুলাই সৌদি আরব সফর করবেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।
এদিকে ইসি সূত্র, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, সৌদি আরব ও মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
ইএইচ