Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

এরকম কতজন পি কে হালদার আছে, জানতে চাই: ফখরুল

মো. মাসুম বিল্লাহ

মে ১৫, ২০২২, ১১:৫৭ পিএম


এরকম কতজন পি কে হালদার আছে, জানতে চাই: ফখরুল
ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে অর্থ পাচারকারী এবং তাদের মদদদাতাদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমাদের প্রশ্ন এরকম কতজন পি কে হালদার আছে, আর এরকম কতজন মানুষ আছে? আমরা জানতে চাই, এই ধরনের কত টাকা পাচার হয়েছে? কীভাবে, কোন পদ্ধতিতে পাচার হল? কারা তার সঙ্গে জড়িত ছিল? কারা মদদ দিয়েছে? সেই বিষয়গুলো পরিষ্কার করে জাতির সামনে তুলে ধরার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। এ সময় তিনি বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বিএনপি নেতা দুঃখ প্রকাশ করে বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়িত্ব দুর্নীতি, চুরি ও অর্থ পাচারের ঘটনা তদন্ত করে ফাঁস করা। কিন্তু দুদক দীর্ঘদিন ধরে শুধু বিএনপি নেতাদের হয়রানি  করছে। 

বর্তমান সরকারের সঙ্গে জড়িত রাঘব বোয়াল ধরতে এবং সঠিক তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে দুদককে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান ফখরুল।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সাম্প্রতিক মন্তব্যের মাধ্যমে নিজেই স্বীকার করেছেন যে তাদের দলের নেতারা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন। তিনি বলেছেন, যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের আওয়ামী লীগের নেতৃত্ব দেয়া হবে না।’

দেশের বর্তমান দুর্বিষহ পরিস্থিতি থেকে বেরিয়ে এসে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ফখরুল। তিনি বলেন, ‘আসুন আমরা সবাই মিলে কাজ করি এবং এই ভয়ঙ্কর সরকারকে অপসারণ করতে এবং সত্যিকারের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সত্যিকারের প্রতিনিধিত্বমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন করি।’

কর্মসূচিতে বিএনপির সিনিয়র নেতারাসহ দেশের বিভিন্ন স্থানের বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Link copied!