Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছর

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যাচ্ছেন নেতাকর্মীরা

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১১, ২০২২, ১১:২৯ এএম


খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যাচ্ছেন নেতাকর্মীরা

আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে গণসমাবেশে যোগ দিতে সকাল থেকেই ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে মিছিল ও স্লোগান নিয়ে যুবলীগের মহাসমাবেশে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। 

বাস, পিকাপ, মোটরসাইকেলে করে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে এসে জড়ো হচ্ছে তারা।
শুক্রবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বিভিন্ন সড়কে এমন পরিস্থিতি দেখা যায়।

এদিকে যুব মহাসমাবেশের সময় সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। গত বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন আশা প্রকাশ করেন।

যুব মহাসমাবেশকে সফল করতে মোট ১০টি উপ-কমিটি করার কথা জানানো হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশস্থলে প্রবেশের জন্য পাঁচটি গেট করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর বেইলি রোড, মগবাজার, শ্যামলী, আসাদগেটসহ বিভিন্ন এলাকা হয়ে বড় বড় মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন। পরনে লাল-হলুদসহ বিভিন্ন রঙের টি-শার্ট। হাতে যুবলীগের পতাকা নিয়ে মিছিল-স্লোগানে সমাবেশে আসছেন তারা।

যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই সমাবেশে দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সমাবেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যুবলীগ নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন তিনি।

এর আগে সমাবেশস্থলে গিয়ে দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যান বর্ণাঢ্য সাজে সেজেছে। লেকের পূর্বপ্রান্তে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। ব্যানার-ফেস্টুনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছে পুরো সোহরাওয়ার্দী উদ্যান।

টিএইচ
 

Link copied!