Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

সরকারের পতন বেশি দূরে নয়: আবদুল্লাহ আল নোমান

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২৫, ২০২২, ০৩:৪৮ পিএম


সরকারের পতন বেশি দূরে নয়: আবদুল্লাহ আল নোমান

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, সরকারের পতন বেশি দূরে নয়। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপি সমাবেশ করবে। সেখানে বর্তমান সরকারের পতন ঘটবে কি না, বলতে পারি না। তবে দেশের মানুষ ঠিকই এই সরকারের পতন ঘটাবে।

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

‘প্রাণী খাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি : বিপর্যস্ত পোল্ট্রি ও ডেইরি খামার’ শীর্ষক সেমিনারের আয়োজন করে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) ঢাকা মহানগর উত্তর শাখা।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার কারণেই দেশের মানুষ জেগে উঠেছে মন্তব্য করে আবদুল্লাহ আল নোমান বলেন, দেশে চরম সংকট দেখা দিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করছি। আমরা বিজয়ের মুখোমুখি। ইনশাআল্লাহ আমাদের জয় হবে।

তিনি বলেন, বিএনপি সরকারের সময় ডিমের হালি ছিল ১১ টাকা। এখন একটি ডিম ১১ টাকার বেশি। মুরগিতেও লাভ হচ্ছে না। এর মূল কারণ গবেষণা নেই।

সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর অ্যাব’র সভাপতি কৃষিবিদ শফিউল আলম দিদার। এ বিষয়ের প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহসানুল হক।

সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক কৃষিবিদ সানোয়ার আলমের পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, অ্যাব’র কেন্দ্রীয় আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, সদস্য সচিব ড. জি কে এম মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এবি

 

Link copied!