Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫,

বিএনপির অবরোধ কর্মসূচি

সতর্ক পাহারা দেবে আওয়ামী লীগ

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ৩১, ২০২৩, ০৯:২০ এএম


সতর্ক পাহারা দেবে আওয়ামী লীগ

টানা তিন দিন বিএনপি অবরোধ কর্মসূচির ঘোষণার পর আওয়ামী লীগের পক্ষ থেকে শান্তি সমাবেশের ডাক দেওয়া হয়েছে। অবরোধ থেকে দেশের স্থাপনা রক্ষায় দলীয় নেতাকর্মীদের সারাদেশে সতর্ক পাহারায় থাকার নির্দেশ দেয়া হয়েছে । 

জানা গেছে, বিএনপি অবরোধ কর্মসূচিকে সামনে রেখে যাতে দেশে কোনো বিশৃঙ্খলা-নাশকতা করতে না পারে সেজন্য সারা দেশে দলীয় নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। 

আজ ভোর থেকে রাজধানীর প্রতিটি থানা-ওয়ার্ডের অলিগলিতে সতর্ক পাহারায় থাকবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এটা তিন দিন অব্যাহত থাকবে। মিছিল ও শান্তি সমাবেশ করা হবে রাজধানীর শতাধিক স্থানে।  

Link copied!