নভেম্বর ৬, ২০২৩, ০৬:৩১ পিএম
বিএনপি জামায়াতের অবরোধ কর্মসূচির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২৪ টি থানা ও ৭৫ টি ওয়ার্ডের সকল নেতাকর্মীদের সর্তক থাকার নির্দেশ দিয়েছেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ এই তথ্য নিশ্চিত করেছেন।
রিয়াজ উদ্দিন বলেন, আমরা সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছি। বিএনপি জামায়াতের অবরোধে যেন কোনভাবেই গাড়ি ভাংচুর এবং অগ্নিসংযোগ করতে না পারে। সেজন্য সকল থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দলীয় কাউন্সিলরদেরও নির্দেশনা দেয়া আছে।
সেই নির্দেশনার আলোকে আজ সোমবার সকাল থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবরোধের প্রতিবাদে অবস্থান কর্মসূচী ও সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্যমন্ত্রী ডঃ হাছান মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা হেদায়েত উল ইসলাম স্বপন, মোরশেদ হোসেন কামাল, মিরাজ হোসেন
আকতার হোসেন, গোলাম সরোয়ার কবির, শেখ মো. আজহার, জগলুল কবির, সাইফুন্নবী চৌধুরী সাগর, ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ সহ শাহবাগ থানার নেতৃবৃন্দরাও দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসুচী পালন করেন।
আরএস