Amar Sangbad
ঢাকা রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০

তফসিলকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৬, ২০২৩, ০২:২০ পিএম


তফসিলকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে রাজধানীর উত্তরাতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তফসিল ঘোষণার পর পরই বুধবার সন্ধ্যায় সংসদ সদস্য হাবিব হাসানের নেতৃত্বে এ আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উত্তরা আজমপুর থেকে ১৮ আসনের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের প্রত্যেক থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে নিয়ে হাবিব হাসান এ মিছিল বের করেন।

উত্তরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি আব্দুল্লাহপুর হয়ে আমির কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে হাবিব হাসান বলেন, বিএনপির কাজ হলো দেশে অরাজকতা করা। জনগণ উন্নয়নের পক্ষে। আগামী নির্বাচনে জনগণ নৌকা প্রতীককে আবারও বিজয়ী করবে। নৌকা উন্নয়নের প্রতীক। তফসিল ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই।

পাশাপাশি নির্বাচন সামনে রেখে বিএনপি–জামায়াত যে অরাজকতা করছে সারা দেশে, তা নিন্দনীয়।ঢাকা শহরে বিএনপি-জামায়াতের নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র আমরা প্রতিহত করব। যতদিন না নৌকার বিজয় হচ্ছে ততদিন আমরা রাজপথে থাকবো। ইনশাআল্লাহ আমরা বিজয় নিয়েই ঘরে ফিরবো।

মিছিলে আরও উপস্থিত ছিলেন উত্তরা দক্ষিণ থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, বিমানবন্দর থানা আওয়ামী লীগ সভাপতি শাহজাহান আলী মন্ডল, দক্ষিণ খান থানা সভাপতি মাহবুব আলম এবং ঢাকা ১৮-আসনের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ।

এআরএস

Link copied!