Amar Sangbad
ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫,

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৯, ২০২৫, ০৫:৩১ পিএম


আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এতে বন্ধ হয়ে যায় মোড়টির সবদিকের যান চলাচল।

আজ শুক্রবার (৯ মে) বিকেল পৌনে ৫টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এই অবরোধ শুরু হয়। এতে অংশ নেন বিভিন্ন ছাত্র সংগঠনের শতাধিক নেতা-কর্মী।

অবরোধের আগে বিকেল ৪টা ৩৫ মিনিটে কেন্দ্রীয় ‘জুলাই মঞ্চ’ থেকে শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। কর্মসূচিতে তিনি বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় সন্ত্রাস, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে দেশ পরিচালনা করেছে। এই দলটিকে নিষিদ্ধ না করলে গণতন্ত্রের পথ সুগম হবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা আজ রাজধানীর হৃদয়ে দাঁড়িয়ে শান্তিপূর্ণ জনসমাবেশের মাধ্যমে দাবি জানাচ্ছি— অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এটি জনগণের দাবি, কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়।’

সমাবেশে অংশ নেওয়া ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন—
‘সন্ত্রাসীর দল নিষিদ্ধ কর’, ‘আওয়ামী লীগ মানেই দুঃশাসন’, ‘মানবতা ও গণতন্ত্রের শত্রুদের বিচার চাই’।

অবরোধের ফলে শাহবাগ, টিএসসি, কার্জন হল, নীলক্ষেত ও মৎস্যভবনমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেক গাড়িকে অন্য পথে ঘুরিয়ে দিতে দেখা যায়।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা জননিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে অবস্থান করছি।’

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে আওয়ামী লীগকে ‘মানবতাবিরোধী অপরাধে’ নিষিদ্ধ ঘোষণার দাবিতে জাতীয় নাগরিক পার্টি, জুলাই আন্দোলন এবং বিভিন্ন ছাত্র সংগঠন নিয়মিত কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার বলেছে, দলটি নিষিদ্ধের দাবি তারা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

বিআরইউ

Link copied!