Amar Sangbad
ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫,

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ২৩, ২০২৫, ১১:৪৬ পিএম


প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে জামায়াত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে সময় চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মৌখিকভাবে শনিবার (২৪ মে) সন্ধ্যা ৬টায় সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে আগ্রহী। 

তিনি বলেন, “আমরা মনে করি, ড. ইউনূসের পদত্যাগ কোনো সমাধান নয়। বরং তাঁর নেতৃত্বেই একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন হওয়া উচিত।”

এর আগে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় একটি সর্বদলীয় রাজনৈতিক বৈঠকের আহ্বান জানান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ বিষয়ে তাঁর পক্ষ থেকে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করা হয়।

ডা. শফিকুর রহমান বিবৃতিতে বলেন, “দেশের সংকট উত্তরণে জাতীয় ঐক্য প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপই পারে একটি গ্রহণযোগ্য সমাধান তৈরি করতে।”

প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব বেড়েছে বলে বিশ্লেষকদের মত।

ইএইচ

Link copied!