নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৬, ২০২৫, ০২:৪৫ পিএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষিত সময়সূচি নিয়ে তাদের আপত্তি নেই। তবে নির্বাচনের আগে তারা রাজনৈতিক সংস্কার, বিচার প্রক্রিয়ার অগ্রগতি এবং একটি নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছে।
বুধবার দুপুরে ঢাকার বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় ‘জুলাই ঘোষণাপত্র’ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণের প্রেক্ষিতে দলীয় প্রতিক্রিয়া জানাতে।
আখতার হোসেন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছি। কিন্তু জুলাই ঘোষণাপত্রে এই গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ নেই, যা হতাশাজনক।”
তিনি আরও বলেন, “ঘোষণাপত্রে প্রায় এক হাজার শব্দ ব্যবহার করা হয়েছে, অথচ জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী জুলাই আন্দোলনে ১৪০০ মানুষ নিহত হয়েছে। এক বছরের অন্তর্বর্তী সরকার এই প্রাণহানি ও আহতদের প্রকৃত সংখ্যা নিরূপণে ব্যর্থ হয়েছে, তারই প্রতিফলন দেখা যায় ঘোষণাপত্রে।”
তিনি উল্লেখ করেন, “ঘোষণাপত্রে যদি পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, আগ্রাসনবিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন এবং আবরার ফাহাদ হত্যাকাণ্ড-পরবর্তী ছাত্র আন্দোলনের বিষয়গুলো স্থান পেত, তবে এটি আরও গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ হতো।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক আরিফুর ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব জাভেদ রাসিন ও সালেহ উদ্দিন সিফাত।
ইএইচ