ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫
Amar Sangbad
উমামা ফাতেমা

আটক ছাত্রনেতাদের শেকড় অনেক গভীরে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৭, ২০২৫, ০১:৪৫ পিএম

আটক ছাত্রনেতাদের শেকড় অনেক গভীরে

চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে পুলিশের হাতে আটক হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচ নেতা। 

শনিবার রাতে রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাম্মী আহমেদের বাসায় চাঁদা চাইতে গেলে গুলশান থানা পুলিশ তাদের আটক করে।

ঘটনার পর সংগঠনের তিন নেতাকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় সংগঠনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘‘আটক ছাত্রনেতাদের শেকড় অনেক গভীরে। যারা আজ অবাক হচ্ছেন, তাদের আচরণ হাস্যকর।’’

শনিবার দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আটক পাঁচজনের একটি ছবি শেয়ার করে দেওয়া পোস্টে উমামা লেখেন, ‘‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ৫ জনের চাঁদাবাজির খবর শুনে আমার পরিচিত ব্যক্তিরা এতটাই ‘আশ্বার্যান্বিত’ হওয়ার অভিনয় করছেন, যেন আমিই সবচেয়ে কম বিস্মিত হয়েছি। এদের তো এতদিন নেতাদের পেছনে প্রটোকল দিতে দেখেছি। সচিবালয় থেকে শুরু করে মিছিল-মিটিং, মারামারি—সব জায়গাতেই সমন্বয়কদের ডান-বাম হাত হয়ে ছিল এরা।’’

পোস্টে তিনি আরও লিখেন, ‘‘ছবির রিয়াদ নামের ছেলেটা গত ডিসেম্বর মাসে রূপায়ন টাওয়ারে আমার সামনে চরম উশৃঙ্খল আচরণ করেছিল। আমরা কয়েকজন মেয়ে তাকে থামাতে গেলে, সে আমাদের ওপর চড়াও হয়। এরপর খোঁজ নিয়ে জানতে পারি, তার বিরুদ্ধে আগেও হুমকি, মারামারি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।’’

উমামা আরও বলেন, ‘‘আমি তখনও অবাক হইনি, কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেতর এদের মতো লোকজনের সরব উপস্থিতি তখনই টের পাওয়া যাচ্ছিল। দুর্নীতির অভিযোগ তুললেই নিরবতা পেয়ে যেতাম। কিন্তু ওরা ঠিকই ক্ষমতার জায়গাগুলো এক্সেস করে নিচ্ছিল। আজকে এতদিন পর এই প্ল্যাটফর্মের দিকে তাকালে বলার ভাষা হারিয়ে ফেলি। যে যেভাবে পারছে, এই প্ল্যাটফর্মকে ধ্বংস করেছে।’’

পোস্টের শেষে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে লেখেন,  ‘‘আজকের চাঁদাবাজির ঘটনা দেখে সবাই এত অবাক হওয়ার ভান করছেন—বিষয়টা হাস্যকর। মানুষ যেন সদ্য ভূমিষ্ঠ শিশু! তারা অবাক হয়ে ভাবছে, এই ছেলেগুলো হঠাৎ করে চাঁদাবাজ হয়ে উঠল! অত্যন্ত দুঃখিত, বন্ধুরা—এই প্রথম নয়, বরং এই প্রথম পুলিশ তাদের হাতেনাতে ধরেছে। খোঁজ নিলে দেখবেন, তাদের শেকড় অনেক গভীরে।’’

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া এই পাঁচ ছাত্রনেতা ও সংশ্লিষ্ট সংগঠনগুলো নিয়ে আরও তদন্ত ও সাংগঠনিক ব্যবস্থার দাবি উঠছে বিভিন্ন মহলে।

ইএইচ

Link copied!