Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২৮, ২০২২, ০৭:৪৬ পিএম


টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

এশিয়া কাপের দ্বিতীয় দিনই ভারত-পাকিস্তান মহারণ। এই ম্যাচ নিয়ে আগে থেকেই উত্তপ্ত হয়ে আছে দুই দেশের ক্রিকেটাঙ্গন। বিশেষ করে গত বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের ১০ উইকেটে লজ্জাজনক পরাজয়ের পর উত্তাপটা বেড়ে গেছে অনেক।

দুবাই ইন্টারন্যাশনার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের হাইভোল্টেজ ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠালো ভারত। 

এশিয়া কাপ এ গ্রুপ এ-র প্রথম ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। সীমান্তে উত্তেজনার কারণে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেয় না। 

ফলে বিশ্বকাপ, এশিয়া কাপের মত টুর্নামেন্ট ছাড়া ওয়াঘা সীমান্তের দু পাড়ের দেশ মুখোমুখি হয় না। ফলে ভারত-পাক ম্যাচ নিয়ে আগ্রহ, উত্তেজনা তত বাড়ে। 

রোহিত শর্মা বনাম বাবর আজম-দের মধ্যে এই ম্যাচে এদিন যারাই জিতুক তাদের সুপার ফোরে ওঠা নিশ্চিত হবে।

এশিয়া কাপের শিরোপার লড়াইয়েও ঐতিহাসিকভাবে সবচেয়ে সফল দল গত দুই আসরের চ্যাম্পিয়ন ভারত। এখন পর্যন্ত ১৪ আসরের মধ্যে ৭ বারই শিরোপা উঠেছে তাদের হাতে। 

অন্যদিকে পাকিস্তান মহাদেশীয় শ্রেষ্ঠত্বের স্বাদ পেয়েছে মাত্র দুইবার। ২০১২ এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশকে দুই রানের আক্ষেপে পুড়িয়ে শেষবার শিরোপা জিতেছিল পাকিস্তান।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, হার্ডিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, অর্শদ্বীপ সিং, আবেশ খান।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক), বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতেখার আহমেদ, খুলদীল শাহ, আসিফ আলী, শাদাব খান, উসমান কাদির, মোহাম্মদ হাসনাইন, হ্যারিস রউফ, শাহনেওয়াজ দাহানি।

আমারসংবাদ/টিএইচ

Link copied!