Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

আজ মাঠে নামবে পাকিস্তান, হারলেই বিদায়

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২, ২০২২, ১১:০৪ এএম


আজ মাঠে নামবে পাকিস্তান, হারলেই বিদায়

এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুক্রবার (২ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে হংকং ও পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। সুপার ফোরে যেতে হলে দুই দলেরই জয় প্রয়োজন। যে দল হারবে সেই দলই বিদায় নেবে।

আফগানিস্তান, ভারত ও শ্রীলঙ্কা এরই মধ্যে সুপার ফোরের টিকিট কেটেছে। আর সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ। আজ যে দল হারবে, বাংলাদেশের মতো সেই দলও দেশে ফেরার বিমান ধরবে।

এবারের আসরে ভারত, পাকিস্তান ও হংকং রয়েছে ‍‍`বি‍‍` গ্রুপে। হংকং ও পাকিস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে গেছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে ও হংকংকে ৪০ রানে হারিয়েছে রোহিত শর্মারা।

প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও পাকিস্তানের বোলাররা মরিয়া চেষ্টা করেছেন। তাদের ব্যাটিং ভরসা দিতে পারেনি। অধিনায়ক বাবর আজম রান পাননি। 

আরেক ওপেনার মহম্মদ রিজওয়ানের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছে। আইসিসি টি ২০ ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষ দুই স্থানে বাবর ও রিজওয়ান। 

ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে মাত্র ১৪৭ রানেই আটকে গিয়েছিল পাকিস্তান। বোলাররা মরিয়া চেষ্টা করলেও কাজে লাগেনি।

ভারতের বিপক্ষে দুবাইয়ে খেললেও হংকংয়ের বিপক্ষে শুক্রবার শারজায় খেলবে পাকিস্তান। বাবর আজমরাই জেতে নাকি হংকং সুপার ফোরে যায়, সেটা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমিরা

 

টিএইচ

Link copied!