Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

আক্রমণাত্বক সৌদির ঝুলিতে ৬ হলুদ কার্ড

ক্রীড়া প্রতিবেদক

নভেম্বর ২২, ২০২২, ০৭:১৪ পিএম


আক্রমণাত্বক সৌদির ঝুলিতে ৬ হলুদ কার্ড

কাতার বিশ্বকাপের তৃতীয় দিনেই অঘটনের জন্ম দিল এশিয়ার দেশ সৌদি আরব। হট ফেভারিট দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে এক প্রকার ইতিহাস গড়েছে সৌদি। খেলার শুরুর দিকে মাঠ শান্ত থাকলেও সময়ের ব্যবধানে পাল্টে যায় চিত্র। শেষ পর্যায়ে আক্রমণাত্বক হয়ে উঠে সৌদি আরব। আর্জেন্টিনার ৭ ফাউলের বিপরিতে ২১টি ফাউল করেছে সৌদির খেলোয়াড়েরা। যার করনে ৬জন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো হয়েছে।  

খেলার প্রমমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে আলবিসেস্তেরা। সৌদির জালে ১৫টি শট নিয়েও এক গোলের বেশি করতে পারে নি মেসি-ডি মারিয়ারা। ১৫ শটের মধ্যে গোলপোস্টে ছিল ৬ টি শট। ৯টি কর্ণার থেকেও গোল পায়নি মেসির দল। বিপরিতে মাত্র দুটি কর্ণার পেয়েছে সৌদি। আর্জেন্টিনার ৭ ফাউলের বিপরিতে ২১টি ফাউল করেছে সৌদির খেলোয়াড়েরা। আর্জেন্টিনার ১০ অফসাইডের বিপরিতে সৌদির অফসাইড মাত্র একটি। ৫৯৫ টি পাসের মধ্যে ৫০৭ টি নির্ভুল পাস দিয়েছে আর্জেন্টিনা। ২৬৪ পাসের মধ্যে ১৭৯ নির্ভুল পাস দিয়েছে সৌদি। এদিকে সৌদির গোলকিপার আর্জেন্টিনার ৫ টি শট সেভ করেছেন। অন্যদিকে সৌদি আরবের ৬জন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো হয়েছে। বিপরিতে আর্জেন্টিনার কোনো খেলোয়াড় হলুদ কার্ড দেখেনি।

ইএফ

Link copied!