Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

শিরোপা জিততে কুমিল্লার প্রয়োজন ১৭৬ রান

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ০৮:৩৭ পিএম


শিরোপা জিততে কুমিল্লার প্রয়োজন ১৭৬ রান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের শিরোপা জিততে কুমিল্লার প্রয়োজন ১৭৬ রান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান তুললো সিলেট স্ট্রাইকার্স।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) শিরোপার লড়াইয়ে কুমিল্লার মুখোমুখি হয়েছে সিলেট। মুকুটের লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসের নির্ধারিত ২০ ওভার শেষে ১৭৫ রান করেছে সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন মুশফিকুর রহিম।

ইনিংসের শুরুটাই হয়েছে বাই চারের মাধ্যমে। শুধু তাই নয়, একই ওভারের শেষ বলেও বাই চার পেয়েছে সিলেট। প্রথম ওভারেই আসে ১৮ রান। ফাইনালের প্রথম ইনিংসে লড়াই হয়েছে বেশ। লড়াইয়ে কখনো এগিয়েছে সিলেট কখনো কুমিল্লা। 

শুরুতে বিপর্যয়ে পড়লেও ধীরে ধীরে কাটিয়ে উঠেছে সিলেট। ক্যাচ মিসের মহড়া দেখিয়েছে কুমিল্লার ফিল্ডাররা। ছোট ছোট ক্যামিও ইনিংসে দলকে এনে দিয়েছেন চ্যালেঞ্জিং সংগ্রহ।

কেএস 

Link copied!