Amar Sangbad
ঢাকা রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪,

সেমিফাইনালে যেতে সহজ সমীকরণ পেল নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

নভেম্বর ৯, ২০২৩, ০৬:১২ পিএম


সেমিফাইনালে যেতে সহজ সমীকরণ পেল নিউজিল্যান্ড

সেমিফাইনালে যেতে সহজ সমীকরণ পেয়েছে নিউজিল্যান্ড। স্বল্প রানেই আটকে দিয়েছে শ্রীলঙ্কাকে। থিকসানার প্রতিরোধ যদিও পার করেছে দেড় শ’ রানের গণ্ডি। তবে লঙ্কানরা শেষ পর্যন্ত গুটিয়ে গেছে ৪৬.৪ ওভারে ১৭১ রানে।

সেমিফাইনালে যেতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই নিউজিল্যান্ডের সামনে। তা জেনেই এম চেন্নাস্বামীতে টসে জিতে বোলিং নিয়েছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। অধিনায়কের সিদ্ধান্তকে সম্মান জানাতে ভুল করেননি বোলাররা। শুরু থেকেই দিতে থাকেন আস্থার প্রতিদান।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে বিপদে পড়ে শ্রীলঙ্কা। পাওয়ার প্লের মাঝে মাত্র ৭০ রানে তারা হারিয়ে ফেলে ৫ উইকেট! যেখানে কুশল পেরারা একাই করেন ২৮ বলে ৫১, বাকিদের কেউ পারেননি দুই অংকের ঘরে পৌঁছাতে। একাই তিন উইকেট নেন ট্রেন্ট বোল্ড।

মাত্র ৩ রানে প্রথম উইকেট হারায় লঙ্কানরা। পাথুম নিশাঙ্কাকে ২ রানে ফেরান সাউদি। এরপর টানা বোল্টের আঘাত। পঞ্চম ওভারে জোড়া উইকেট তুলে ভেঙে দেন টপ অর্ডার। কুশল মেন্ডিসকে ৬ ও সাদিরা সামারাবিক্রমাকে ফেরান ১ রানে।

আর নবম ওভারে এসে বোল্ট আসালাঙ্কাকে ফেরান ৮ রানে। পরের ওভারে ফার্গুনসন বিধ্বংসী হয়ে উঠা পেরারাকে ফেরালে ৭০ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা।

সেখান থেকে দলকে টানেন এঞ্জেলা ম্যাথিউস ও ধনঞ্জয়া ডি সিলভা। গড়ে তোলেন ৩৪ রানের জুটি।

দলের সংগ্রহ ১০০ পার হতেই দ্রুত ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। ম্যাথিউসকে ১৬ রানে ফিরিয়ে জুটি ভাঙেন সান্টনার। ডি সিলভাও ফেরেন সান্টনারের বলে, ১৯ রানে। করুনারত্নে ১৭ বলে ৬ ও চামিরা ২০ বলে করেন ১ রান।

লঙ্কানদের ইনিংস লম্বা হয় থিকসানার কল্যাণে। দারুণ ব্যাট করেন এই স্পিনার। শেষ উইকেট জুটিতে মাদুশঙ্কাকে নিয়ে ৮৮ বল খেলে ৪৩ রান যোগ করেন থিকসানা। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৯১ বলে ৩৮ রানে। মাদুশঙ্কার ব্যাটে আসে ১৯ রান।

এইচআর

Link copied!