ক্রীড়া প্রতিবেদক
জুন ১৪, ২০২৫, ০৬:০২ পিএম
দক্ষিণ আফ্রিকা—জিততে জিততে হারার যে পুরোনো চিত্র, লর্ডস টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেন ঠিক তার উল্টোটা দেখাল তারা। প্রথম ইনিংসেই হারের মুখে থাকা প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্তভাবে ম্যাচ জিতে নেয়। সেই জয়ের নায়ক বরপুত্র এইডেন মার্করাম। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ২৮১ রান তাড়া করে ৫ উইকেটে জিতে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ঘরে তুলেছে আইসিসির দ্বিতীয় শিরোপা।
লর্ডসে টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্তেই বোঝা গিয়েছিল, উইকেট হতে যাচ্ছে পেস বান্ধব। সেই সুযোগ কাজে লাগান কাগিসো রাবাদা। তার দুর্দান্ত বোলিংয়ে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে মাত্র ২১২ রানে অলআউট করে দেয় দক্ষিণ আফ্রিকা।
তবে ব্যাটিংয়ে আরও বিপর্যয় নেমে আসে প্রোটিয়াদের ওপর। প্যাট কামিন্সের আগুন ঝরানো বোলিংয়ে তারা গুটিয়ে যায় মাত্র ১৩৮ রানে। ৭৪ রানের লিড নিয়ে শিরোপা জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে স্টিভ স্মিথ ৬৬ ও বাও ওয়েবস্টার সর্বোচ্চ ৭২ রান করেন। রাবাদা ৫১ রানে ৫ উইকেট, ইয়ানসেন ৩ উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে বাভুমা করেন ৩৬ রান, বেডিংহাম ৪৬। কামিন্স ২৮ রানে ৬ উইকেট এবং স্টার্ক ২ উইকেট তুলে নেন।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনের শেষ বেলায় পড়ে যায় চাপে। মাত্র ৬৬ রানে হারায় টপ ও মিডল অর্ডারের ৬ ব্যাটার। মার্নাস লাবুশানে করেন ২২ রান। পুরো দল গুটিয়ে যায় ২০৭ রানে।
তৃতীয় দিনের সকাল থেকে উইকেটের আচরণ বদলে যায়—ঘাস শুকিয়ে যায়, রোদ উঠতে শুরু করে। সুযোগ কাজে লাগান অ্যালেক্স কেরি (৪৩), স্টার্ক (১৩৬ বল খেলে অপরাজিত ৫৮) ও জস হ্যাজলউড (৫৩ বল খেলে ১৭)। দ্বিতীয় ইনিংসে রাবাদা ৪ এবং লুঙ্গি এনগিডি ৩ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৯ রানেই হারায় রায়ান রিকেলটনকে। তবে অলরাউন্ডার ওয়ান মুলদার (২৭) এবং ওপেনার মার্করাম গড়ে তোলেন ভিত্তি। এরপর অধিনায়ক বাভুমাকে সঙ্গে নিয়ে মার্করাম তুলে নেন ২১৩ রানের জুটি। বাভুমা ৬৬ রান করে আউট হলেও জয়ের পথ মসৃণ করে দেন।
মার্করাম খেলেন ২০৭ বলের দৃষ্টিনন্দন ১৩৬ রানের ইনিংস। শেষদিকে বেডিংহাম ২১ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এই জয়ের মাধ্যমে প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা।
ইএইচ