ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
Amar Sangbad

৬ গোলে হেরে কান্নায় মাঠ ছাড়লেন নেইমার

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

আগস্ট ১৮, ২০২৫, ০৩:০৩ পিএম

৬ গোলে হেরে কান্নায় মাঠ ছাড়লেন নেইমার

চোটের কারণে নয়, ক্যারিয়ারের ভয়াবহতম পরাজয়ের ব্যথায় আবারও চোখ ভিজল নেইমারের। মাঠ ছেড়ে যেতে হলো কান্নায় ভেঙে পড়ে। ব্রাজিলিয়ান সেরি আ লিগে ঘরের মাঠে সান্তোসকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে ভাস্কো দা গামা। নেইমারের দীর্ঘ ক্যারিয়ারের সবচেয়ে বড় হার এটি।

ম্যাচের আগে ভাস্কোর অবস্থা ছিল করুণ—১৭ ম্যাচে মাত্র ৪ জয়, পয়েন্ট ১৬। অথচ সেই দলের কাছেই এমন ভরাডুবি! প্রথমার্ধে মাত্র এক গোলে পিছিয়ে ছিল সান্তোস। কিন্তু দ্বিতীয়ার্ধে মাত্র ১৬ মিনিটের মধ্যে আরও ৫ গোল হজম করে তারা।

ভাস্কোর হয়ে জোড়া গোল করেন ফিলিপে কৌতিনিয়ো, যিনি লিভারপুল, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও অ্যাস্টন ভিলার জার্সি গায়ে খেলার পর সম্প্রতি ফিরে এসেছেন শৈশবের ক্লাবে।

শেষ বাঁশি বাজতেই হতাশায় ভেঙে পড়েন সান্তোসের খেলোয়াড়রা। গ্যালারি থেকে ভেসে আসে দুয়ো। সমর্থকের উল্লাসে তখন মুখর ভাস্কো শিবির। সেই মুহূর্তে মাঠে বসে কান্নায় ভেঙে পড়েন নেইমার। সতীর্থরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও তিনি ঝটকায় তাদের দূরে সরিয়ে দেন। প্রতিপক্ষ কৌতিনিয়োও এসে সান্ত্বনা দেন পুরনো সতীর্থকে।

ম্যাচশেষে আবেগে ভরা কণ্ঠে নেইমার বলেন—
“আমি লজ্জিত। আমাদের পারফরম্যান্স ভয়াবহ ছিল। সমর্থকদের সব অধিকার আছে প্রতিবাদ করার—যতক্ষণ না সেটা সহিংস হয়। অপমান করলেও সেটি প্রাপ্য। এই পরাজয় আমার জীবনে অভূতপূর্ব অভিজ্ঞতা। ওই কান্না ছিল রাগ ও লজ্জা থেকে।”

এই লজ্জাজনক হারের দায় নিতে হয়নি কোচ ক্লেবের শাভিয়েরকে—সান্তোস কর্তৃপক্ষ ম্যাচশেষেই তাকে বরখাস্ত করেছে। ১৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে সান্তোস বর্তমানে পয়েন্ট টেবিলের ১৫তম স্থানে।

Link copied!