ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
Amar Sangbad

কুড়িগ্রামে প্রত্যন্ত চরাঞ্চলে রাস্তা ও কাঠের ব্রিজ উদ্বোধন

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

আগস্ট ১২, ২০২৫, ১২:৩১ পিএম

কুড়িগ্রামে প্রত্যন্ত চরাঞ্চলে রাস্তা ও কাঠের ব্রিজ উদ্বোধন

কুড়িগ্রামে প্রত্যন্ত চরাঞ্চলের অবহেলিত মানুষের জন্য রাস্তা ও  কাঠের ব্রিজ উদ্বোধন করা হয়েছে। 

নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি ইউনিয়নে সোমবার বিকালে ৯ নং ওয়ার্ডের চর সবুজ পাড়ায়  প্রায় ৫০ হাজার চরবাসীর চলাচলের জন্য একটি রাস্তা ও কাঠের ব্রিজ উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

স্থানীয় চরবাসী জানায়, জেলা প্রশাসক বেরুবাড়ি ইউনিয়নের চর সবুজ পাড়ায় ইতোমধ্যে ১০ টি সোলার পানেল স্থাপন ও ১ টি শিশু পার্ক, ১ টি হাই স্কুলের জন্য জায়গা নির্ধারণ,কবরস্থান উঁচু করণ সহ চরের অর্ধশত যুব মহিলাদের হস্তশিল্প প্রশিক্ষণের মাধ্যমে তাদের তৈরি করা নকশি কাঁথা পরিদর্শন এবং উদ্যোক্তাদের তৈরি পণ্য বিক্রয় ও লোনের ব্যবস্থা করেন। প্রাকৃতিক দুর্যোগ থেকে ক্ষয়ক্ষতি কমাতে পরিবেশবান্ধব ৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারার বরাদ্দ করেন। নদী ভাঙ্গনরোধে এবং মানুষের বাড়িঘর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ভাঙ্গন কবলিত স্থানে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করেন।  আবার নতুন রাস্তা ও কাঠের ব্রিজ উদ্বোধন করেন ডিসি নুসরাত সুলতানা। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, আমি কুড়িগ্রাম ডিসি হিসেবে যোগদান করার পর এ চরে পরিদর্শন আসি। চরের মানুষগুলো অনেক অবহেলিত তখন আমি তাদের কষ্ট লাঘবের প্রতিশ্রুতি দেই। এরপর এ চরে প্রায় ৫০ জন মহিলাকে প্রশিক্ষণের পর সেলাই মেশিন, ১০টি সোলার প্যানেল দিয়েছি। এছাড়া শিশুদের শিশু পার্ক ও স্কুলের জায়গা নির্ধারণ সহ নদী ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলানো হয়েছে। আপনাদের চলাচলের জন্য একটি রাস্তা ও কাঠের ব্রিজ উদ্বোধন করেছি। আমি চাই এই চরকে মডেল হিসেবে দেখতে। সর্বোপরি  আমরা সমতলে যারা জীবনযাপন করি যে সুযোগ সুবিধা পাই, একই সুবিধাগুলো যেন এই চরের মানুষ পায়।

বেরুবাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বলেন,  ডিসি স্যার আমাদের চরের মানুষের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন। তিনি ইতোমধ্যে অবহেলিত  চরে মহিলাদের হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা এবং সেলাই মেশিন দিয়েছে। শিশুদের জন্য স্কুলে ও পার্কের জায়গায় দিয়েছে। সোলার প্যানেল দিয়ে চর আলোকিত করেছে। এছাড়া রাস্তা ও কাঠের ব্রিজ উদ্বোধন করলো। চরের মানুষগুলো অনেক খুশি। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা কাছে দাবি জানাচ্ছি এই ডিসি স্যার যেন কুড়িগ্রামে দীর্ঘদিন থাকে।

চর সবুজ পাড়ার ইউসুফ আলী (৫৫) বলেন, আমরা ডিসির নাম শুনেছি, কিন্তু দেখি নাই, আজ সেই ডিসি আমাদের চর এলাকায় এসেছেন এবং চরাঞ্চলে বিভিন্ন উন্নয়ন করছে।আমরা তার জন্য দোয়া করি। এরকম আগের ডিসি যদি চরের মানুষের কথা চিন্তা করত,তাহলে আমাদের মতো অবহেলিত মানুষের ভাগ্যের উন্নয়ন হতো।

জেএইচআর

Link copied!