Amar Sangbad
ঢাকা রবিবার, ১১ মে, ২০২৫,

রাজপথে থাকবে আওয়ামী লীগ

সৈয়দ সাইফুল ইসলাম

সেপ্টেম্বর ১৯, ২০২৩, ০৭:৫৭ পিএম


রাজপথে থাকবে আওয়ামী লীগ

ক্ষমতাসীন সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ে আজ ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত টানা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে রাজপথে থাকা বিরোধী দল বিএনপি। দলটির টার্গেট তাদের দাবির পরিপ্রেক্ষিতে জনমত গড়ে তোলা এবং সাধারণ মানুষকে এই আন্দোলনে শামিল করে সরকারের বিরুদ্ধে একটি অভ্যুত্থান সৃষ্টি করা। 

কিন্তু ক্ষমতাসীন দল আওয়ামী লীগও বসে থাকবে না। তারা কখনোই বিরোধী দল বিএনপিকে ফাঁকা মাঠে গোল দিতে দেবে না। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলার জন্য প্রস্তুত তারা। গতকাল দুপুরে বিএনপি সমাবেশ ও রোড মার্চের মতো কর্মসূচি ঘোষণার পর আওয়ামী লীগের নেতারা বিকেলে জানিয়েছেন, তারাও জরুরি সভা করে কর্মসূচি গ্রহণ করবেন। থাকবেন মাঠে।

বিএনপি ধারাবাহিক কর্মসূচির জবাবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কোনো কর্মসূচি ঘোষণা করবে কি-না, জানতে দলটি সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের সঙ্গে কথা হয় আমার সংবাদের এ প্রতিবেদকের। তিনি ফোন রিসিভ করে একটি মিটিংয়ে আছেন বলে জানান। এরই বাইরে তিনি কোনো তথ্য দেননি। তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন জানিয়েছেন, বসে থাকবে না তার দল। তিনি আমার সংবাদের এই প্রতিবেদকের সঙ্গে মোবাইল ফোনে আলাপকালে জানান, আওয়ামী লীগ মাঠে থাকবে, তাৎক্ষণিক সভা ডেকে কর্মসূচি নির্ধারণ করবে। তবে গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত আওয়ামী লীগ ঠিক কি ধরনের কর্মসূচি বা পদক্ষেপ নিচ্ছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে গতকাল বিকেলে দলীয় সূত্রে জানা গেছে, জরুরি সভা ডেকে কর্মসূচি নির্ধারণ ও ঘোষণা দেয়া হবে যেকোনো সময়।

চলতি বছরের ১০ ডিসেম্বর বিএনপি ঢাকায় মহাসমাবেশ ঘোষণা দিলে ওই দিন জনগণের জীবন ও সম্পদ রক্ষার ঘোষণা দিয়ে মাঠে ছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও দলটির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর পর থেকে বিএনপি যত কর্মসূচি দিয়েছে যথারীতি ক্ষমতাসীন আওয়ামী লীগও ‘পাল্টা’ কর্মসূচি নিয়ে রাজপথে অবস্থান করেছে। বেশির ভাগ সময়ই গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘শান্তি সমাবেশ-এর আয়োজন করছে আওয়ামী লীগ। সমাবেশগুলোতে আওয়ামী লীগের বিভিন্ন শাখা ও ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরাম সূত্রে জানা গেছে, এখন রাজপথে বৃহৎ কোনো শক্তি প্রয়োগের ইচ্ছা নেই আওয়ামী লীগের। দলটি এখন নির্বাচন মাথায় রেখে এগোচ্ছে। কীভাবে নির্বাচনে জয়ী হওয়া যায় তা নিয়ে বেশি চিন্তিত। আগের দুটি নির্বাচনের চাইতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনেকটা চ্যালেঞ্জিং হবে এমন আভাস দলের প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই দিয়ে রেখেছেন। ওই আভাস মাথায় রেখেই দলটি কাজ করছে। তবে বিএনপি রাজপথে কর্মসূচি নিয়ে অবস্থান করলে তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলার প্রস্তুতি রয়েছে আওয়ামী লীগের। এদিকে দলটি সব পর্যায়ে কোন্দল নিরসনে বেশ তৎপর রয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের দ্বন্দ্ব চলছিল। 

সমপ্রতি রাজধানীতে ছাত্র সমাবেশকে কেন্দ্র করে তা প্রকাশ্যে আসে। এ দ্বন্দ্ব মেটাতে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে একটি হোটেলে একটি বৈঠক করে ছাত্রলীগ। ওই বৈঠকে নেতৃত্ব দেন কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। বৈঠকে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ এবং দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজীবুল ইসলাম ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডু অংশ নেন। বৈঠকে কোন্দল ভুলে আট নেতাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সিদ্ধান্ত নেন।
 

Link copied!