Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪,

শীতজনিত রোগে দুই মাসে মৃত্যু ৯৬!

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২৮, ২০২৩, ০৬:০৬ পিএম


শীতজনিত রোগে দুই মাসে মৃত্যু ৯৬!

সারাদেশে গত দুই মাসে শীতজনিত রোগে ৯৬ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে শ্বাসতন্ত্রের সংক্রমণে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে ৭৩০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ২০২২ সালের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৫৫১ জন। এসময়ে শ্বাসতন্ত্রের সংক্রমণে রোগে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে।  

অন্যদিকে গত একদিনে সারা দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৬০ জন। এ নিয়ে গত বছরের ১৪ নভেম্বর থেকে ২০২৩ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৬৭ হাজার ৮০৫ জন। একই সময়ে এই রোগে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।

কেএস 

Link copied!