ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৫ জুলাই, ২০২৫
Amar Sangbad

অভয়নগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

জুলাই ৫, ২০২৫, ০৬:০০ পিএম

অভয়নগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

যশোরের অভয়নগরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে সততা সংঘের সদস্যদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় চারটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রতিযোগিতায় কম্পিউটার লিটল জুয়েল্স স্কুল প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় হয়েছেন নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা, তৃতীয় আকিজ আইডিয়াল স্কুল এবং চতুর্থ স্থান অর্জন করেছে রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয়।

সেরা বক্তার পুরস্কার পেয়েছেন শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় দলের অধিনায়ক ফাতিমা সাকিব লিরা। অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিষ্ঠানকে একটি করে বকুল গাছের চারা দেওয়া হয় পরিবেশবান্ধব সচেতনতার অংশ হিসেবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল, উদ্বোধন করেন দুদকের যশোর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, দুদকের উপসহকারী পরিচালক কৃষ্ণপদ বিশ্বাস, শিক্ষক মাহবুব হোসেন, অভিভাবক তমিজ উদ্দিন গাজী, এবং সাংবাদিক মাসুদ তাজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাস।

বিতর্ক শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট, সনদপত্র, মেডেল ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়তে শিক্ষার্থীদের এমন অংশগ্রহণ ভবিষ্যতে ইতিবাচক প্রভাব ফেলবে।

বিআরইউ

Link copied!