Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫,

রাজধানীতে গাড়ির ধাক্কায় আহত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২০, ২০২৩, ১১:০৭ এএম


রাজধানীতে গাড়ির ধাক্কায় আহত যুবকের মৃত্যু

রাজধানীর আজিমপুর বাস স্ট্যান্ড এলাকায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় আহত সানোয়ার হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ মে) সকালে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সানোয়ার হোসেনকে উদ্ধার করে নিয়ে আসা সহকর্মী জাহিদ হাসান বলেন, সানোয়ার দেওয়ান পরিবহনের হেলপার ছিলেন। সকালে আজিমপুর বাস স্ট্যান্ডে এলে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

জাহিদ আরও জানায়, তার বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী এলাকায়। বর্তমানে আজিমপুর এলাকায় থাকতো।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি লালবাগ থানাকে জানিয়েছি।

আরএস

Link copied!