Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫,

১৬ কেজি গাজাসহ

রাজধানীতে গাজা ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৩১, ২০২৩, ১১:৫২ এএম


রাজধানীতে গাজা ব্যবসায়ী গ্রেপ্তার

রাজধানীর আজিমপুর এলাকা থেকে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা। এসময় তার কাছ থেকে ১৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মিজানুর রহমান (২২)।

ডিএমপির লালবাগ বিভাগের সহকারী কমিশনার আশফাক আহমেদ, শুক্রবার (৩১ মার্চ)  এ তথ্য জানিয়েছন। 

তিনি বলেন, বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) আনিছুর রহমানের নেতৃত্বে একটি টিম আজিমপুর এলাকায় অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২টি লাল রঙের ট্রলিব্যাগ তল্লাশি করে ১৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, মিজানুর কুমিল্লা থেকে গাঁজা এনে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। তার বিরুদ্ধে মামলা হয়েছে লালবাগ থানায়।

আরএস

Link copied!