নভেম্বর ২৬, ২০২৩, ০৯:০৩ পিএম
বৈদ্যুতিক পণ্যের আমদানিকারক, শিল্পপতি ও ব্যবসায়ীদের শীর্ষ এবং সর্ববৃহৎ বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আলীমুজ্জামান আলম।
এফবিসিসিআইয়ের অধিভুক্ত এই সংগঠনটির এক বছর (২০২৪-২০২৫ইং) কার্যমেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। ২১ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদের মহাজোটের প্রার্থী ছিলেন তিনি।
রোববার (২৬ নভেম্বর) নির্বাচন বোর্ডের চূড়ান্ত ফলাফলে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা পান তিনি।
আলীমুজ্জামান আলম ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য। এছাড়া শেখ রাসেল ক্রীড়াচক্রের নির্বাচিত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
রাজনীতির পাশাপাশি বৈদ্যুতিক পণ্যের ব্যবসার সাথে সম্পৃক্ত থাকায় ট্রেড পলিটিক্স-এর সাথেও ঘনিষ্টভাবে জড়িত তিনি। বৈদ্যুতিক পণ্যের ব্যবসায় সম্পৃক্ততার সূত্রে দীর্ঘ ২০ বছরের অধিক সময় ধরে বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের সক্রিয় সদস্য এবং এফবিসিসিআইয়ের জেনারেল বডির মেম্বারও ছিলেন আলীমুজ্জামান। ইতোপূর্বে তিনি (ছয় বছর) একই সংগঠনের ভাইস-চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এআরএস