Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪,

‘হাতিমারা কৃত্রিম জলাশয় ও চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য’ বিষয়ক সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

ফেব্রুয়ারি ৯, ২০২৪, ১১:৩৮ এএম


‘হাতিমারা কৃত্রিম জলাশয় ও চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য’ বিষয়ক সংবাদ সম্মেলন

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর আয়োজনে আজ শুক্রবার, (০৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া অডিটোরিয়ামে "হাতিমারা কৃত্রিম জলাশয় ও চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য‍‍` বিষয়ক সংবাদ সম্মেলন হয়।
শারমীন মুরশিদ এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন,শরীফ জামিল, সদস্য সচিব, ধরিত্রী রক্ষায় আচতা (ধরা), সানজিদা রহমান, সমন্বায়ক, চুনতি রক্ষায় আমার, এম এস সিদ্দিকী, সহ-আহ্বায়ক, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বেসরকারি উপদেষ্টা, সজীব দ্রং, সদস্য, আহ্বায়ক কমিটি ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী ফোরাম, আব্দুল করিম কিম, সদস্য, আহ্বায়ক কমিটি এডিত্রী রক্ষায় আমরা (ধরা) ও সুরমা রিভার ওয়াটারকিপার, মীর মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের, ফয়সাল আহমেদ, সম্পাদক, রিভার বাংলা, মনির হোসেন চৌধুরী, ক্লাইমেট এক্সপার্ট, নিখিল চন্দ্র তত্র সমন্বায়ক উপকূল রক্ষায় সানর, মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক, অরণ্য প্রমুখ।


বিআরইউ

Link copied!