Amar Sangbad
ঢাকা রবিবার, ১৪ জুলাই, ২০২৪,

কোরবানি দিতে গিয়ে ১৪০ জন আহত, হাসপাতালে ভর্তি ১

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ১৭, ২০২৪, ০৫:১৩ পিএম


কোরবানি দিতে গিয়ে ১৪০ জন আহত, হাসপাতালে ভর্তি ১

রাজধানীতে কোরবানি দিতে গিয়ে ছুরিকাঘাতে ১৪০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।

সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত সময়ে চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসেন তারা। বেশিরভাগ রোগই কাটাছেঁড়ার।

বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের (ভারপ্রাপ্ত) আবাসিক সার্জন ডা. আমান।

তিনি জানFন, কোরবানি দিতে গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় আহত হওয়া ১৪০ জন চিকিৎসা নিয়েছেন। সবাইকে সেলাইয়ের পাশাপাশি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনের অবস্থা বেশি খারাপ থাকায় তাকে ভর্তি দেওয়া হয়েছে।  তার চিকিৎসা চলছে। 

ইএইচ

Link copied!