Amar Sangbad
ঢাকা শনিবার, ১৭ মে, ২০২৫,

ছাড়া পেলেন ‘বোতলকাণ্ডের’ সেই শিক্ষার্থী, তথ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ১৬, ২০২৫, ০৭:৩২ পিএম


ছাড়া পেলেন ‘বোতলকাণ্ডের’ সেই শিক্ষার্থী, তথ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপের ঘটনায় আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মোহাম্মদ হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

শুক্রবার বিকেলে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনাটি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবি কার্যালয়ে হুসাইন ও তার পরিবারের সঙ্গে সরাসরি কথা বলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তথ্য উপদেষ্টার অফিসিয়াল আইডি থেকে এক পোস্টে জানানো হয়, “আক্রমণকারী মোহাম্মদ হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।”

পোস্টটিতে একটি ছবিও প্রকাশ করা হয়, যেখানে দেখা যায়, হুসাইন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে আছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। পোস্টে আরও জানানো হয়, হুসাইনকে বাসায় আসার আমন্ত্রণও জানিয়েছেন উপদেষ্টা। এর আগে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেন তাকে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করার।

এদিকে, একই দিনে শিক্ষার্থীদের চলমান আন্দোলন থেকে বোতল নিক্ষেপের ঘটনায় আটক শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তির দাবি ওঠে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, সুষ্ঠু তদন্ত ছাড়া কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে ডিবি অফিস ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে।

ফেসবুক পোস্টে তথ্য উপদেষ্টা আরও জানান, “আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধান সংক্রান্ত সরকারের একটি স্পষ্ট রোডম্যাপ প্রকাশ করা হবে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, “জবির শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকট দ্রুতই সমাধান হবে।”

ইএইচ

Link copied!