নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৪, ২০২৫, ০২:২৪ পিএম
নিবন্ধনের শর্ত অনুযায়ী তথ্য ঘাটতি পূরণে ব্যর্থ হওয়ায় প্রথম ধাপে বাদ পড়েছে নিবন্ধনপ্রত্যাশী আরও ৬৫টি রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না দিলে এসব দলের নিবন্ধন আবেদন নামঞ্জুর করবে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার ছিল দলগুলোর জন্য শর্ত পূরণের বর্ধিত সময়ের শেষ দিন। এই সময়ের মধ্যে তথ্য ঘাটতি পূরণ করতে সক্ষম হয়েছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ ৮০টি রাজনৈতিক দল।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২২ জুন পর্যন্ত নিবন্ধনের জন্য ১৪৫টি দল আবেদন করেছিল। তবে প্রাথমিক বাছাইয়ে কোনো দলই ইসির নির্ধারিত শর্ত পূরণ করতে পারেনি। ফলে ঘাটতি পূরণের সুযোগ দিয়ে দলগুলোকে ১৫ দিন সময় বাড়ানো হয়।
কিন্তু ওই সময়সীমার মধ্যেও ৬৫টি দল প্রয়োজনীয় তথ্য ও দলিলাদির ঘাটতি পূরণ করতে ব্যর্থ হয়। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিভাগ এসব দলকে আবেদন বাতিলের প্রক্রিয়ায় নিচ্ছে।
ইসি জানায়, যেসব দল নির্ধারিত সময়ের মধ্যে দলিলাদি জমা দিয়েছে এবং শর্ত পূরণে সক্ষম হয়েছে, সেসব দলের আবেদন এখন বাছাই কমিটি পর্যালোচনা করবে। এরপর নিবন্ধন আবেদন গ্রহণ বা বাতিলের সিদ্ধান্ত নিয়ে কমিশনের সামনে তা উপস্থাপন করা হবে। টিকে থাকা এবং বাদ পড়া দলগুলোর তালিকা যথাযথভাবে জানিয়ে সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হবে।
পরবর্তী ধাপে, প্রাথমিকভাবে টিকে যাওয়া দলগুলোর আবেদনের তথ্য মাঠপর্যায়ে যাচাই-বাছাই করবে কমিশনের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা। ইসির নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে তদন্তও হবে। সব প্রক্রিয়া শেষে ভোটের আগেই নিবন্ধনযোগ্য দলগুলোকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক নিবন্ধন সনদ দেওয়া হবে।
এর আগে গত ২০ এপ্রিল নিবন্ধনপ্রত্যাশী দলগুলোর কাছে আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। পরে আবেদনকারীদের অনুরোধে সময় বাড়িয়ে ২২ জুন পর্যন্ত আবেদন নেওয়া হয়। ওই সময়ের মধ্যে মোট ১৪৪টি আবেদন জমা পড়ে।
প্রাথমিক বাছাইয়ে ব্যর্থ হওয়ায় প্রথম দফায় ৬২টি দলকে এবং দ্বিতীয় দফায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ ৮২টি দলকে তথ্য ঘাটতি পূরণের জন্য চিঠি দেয় ইসি। তাদের মধ্য থেকে ৮০টি দল তথ্য ঘাটতি পূরণ করতে সক্ষম হয়েছে, আর বাদ গেছে ৬৫টি দল।
ইএইচ