Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

হাটহাজারীতে জনতার হাতে ভুয়া পুলিশ আটক

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

জুন ২২, ২০২২, ০৯:০৪ পিএম


হাটহাজারীতে জনতার হাতে ভুয়া পুলিশ আটক

চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশ পরিচয়ে মোটরসাইকেল ছিনতাই করতে গিয়ে একটি প্রাইভেট কার ও ওয়াকিটকি সহ মোহাম্মদ সাজ্জাদ হোসেন নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে স্থানীয়রা। 

বুধবার (২২জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়ন এলাকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রধান ফটক ১নং গেইটে এই ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের শামসুল আলমের পুত্র। সাজ্জাদ হোসেনকে মডেল থানার পুলিশে সোপর্দ করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মহিউদ্দিন নামে এক যুবকের কাছ থেকে মোটরসাইকেল কিনে নেওয়ার কথা বলে বাইকটি ছিনতাই করে নিয়ে যাওয়ার প্রাক্কালে তাকে স্থানীয়রা আটক করে, সাজ্জাদের সাথে আরো তিনজন ছিলো তারা পালিয়ে গেছে। পরে পুলিশকে খবর দিলে মডেল থানার এসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে সাজ্জাদকে আটক করে নিয়ে যায়। 

গ্রেপ্তারকৃত সাজ্জাদ নিজেকে একজন সাসপেন্ড পুলিশ সদস্য বলেও দাবি করছে, এ বিষয়ে এসআই জাহাঙ্গীর আলম বলেন, মোটরসাইকেল ছিনতাই করতে গিয়ে জনতার হাতে আটক হওয়া সাজ্জাদকে থানায় নেওয়া হয়েছে, তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

কেএস 

Link copied!