ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৫ জুলাই, ২০২৫
Amar Sangbad

মাটিরাঙ্গায় হেডম্যানদের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জুলাই ৫, ২০২৫, ১২:২৩ এএম

মাটিরাঙ্গায় হেডম্যানদের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

সরকারি সফরের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ধলিয়া মৌজা হেডম্যান কার্যালয়ে উপজেলার বিভিন্ন মৌজার হেডম্যানদের সঙ্গে মতবিনিময় করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। তিনি একই সঙ্গে ধলিয়া মৌজা হেডম্যান কার্যালয় পরিদর্শনও করেন।

শুক্রবার দুপুরে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার হেডম্যানদের বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান। 

তিনি বলেন, “পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ পাহাড় কাটলে তাকে আইনের আওতায় আনতে হবে।” এ সময় তিনি জেলা প্রশাসককে স্কেভেটর বা বুলডোজার ব্যবহার করে পাহাড় কাটার ঘটনায় সংশ্লিষ্ট যন্ত্রের মালিকদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

বিভাগীয় কমিশনার হেডম্যানদের দায়িত্ব ও কার্যপরিধি সম্পর্কে খোঁজখবর নেন এবং নিজ নিজ কর্মক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

পরে বিকেলে তিনি আলুটিলা পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম, বিভাগীয় কমিশনারের পিএস ও সিনিয়র সহকারী সচিব মেজবাহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, মাটিরাঙ্গা থানার ওসি মো. তফিকুল ইসলাম তৌফিক, হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি চাইল্যা প্রু চৌধুরী, সাধারণ সম্পাদক রনজিত ত্রিপুরা, মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি মো. জসীম উদ্দিন জয়নালসহ উপজেলার হেডম্যান, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সন্ধ্যায় বিভাগীয় কমিশনার বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

ইএইচ

Link copied!