Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

ঝিনাইদহে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, হাসপাতাল সীলগালা

কে এম সালেহ, ঝিনাইদহ

কে এম সালেহ, ঝিনাইদহ

জুলাই ২৫, ২০২২, ০৮:৪১ পিএম


ঝিনাইদহে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, হাসপাতাল সীলগালা

ঝিনাইদহে এক ভূয়া চিকিৎসককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমাবার (২৫ জুলই) বিকালে ঝিনাইদহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) শারমিন আক্তার সুমী এ দণ্ডাদেশ দেন। সেই সাথে অনুমোদন না থাকায় রাহেলা জেনারেল হাসপাতালটি সীলগালা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার সাধুহাটি বাজারে দীর্ঘদিন ধরে রাহেলা জেনারেল হাসপাতালটি অনুমোদন না নিয়ে মানুষের চিকিৎসা দিয়ে আসছিল হাসপাতালের মালিক সোহরাব হোসেন সৌরভ। তিনি নিজেকে এমবিবিএস চিকিৎসক দাবি করে সেবা দিচ্ছিলো।  

বিষয়টি জানতে পেরে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মিথিলা ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী সেখানে অভিযান চালায়। অভিযানে সৌরভ ভুয়া চিকিৎসক প্রমাণিত হওয়ায় তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদাণ করে আদালতের বিচারক। সেই সাথে হাসপাতালটি সীলগালা করা হয়েছে।

কেএস 

Link copied!