Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

রামপালে ভোটার তালিকার নিবন্ধন শুরু

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

সেপ্টেম্বর ১০, ২০২২, ০৬:৫২ পিএম


রামপালে ভোটার তালিকার নিবন্ধন শুরু

বাগেরহাটের রামপাল উপজেলার ভোটার তালিকা হালনাগাদের নিবন্ধন ও ছবি তোলার কার্যক্রম শনিবার থেকে শুরু হয়েছে। উপজেলার রামপাল সদর ইউনিয়ন পরিষদ থেকে এ কার্যক্রম শুরু করা হয়।

রামপাল উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুস সাত্তার জানান, এ উপজেলার ১০ ইউনিয়নে হাল নাগাদ নতুন নিবন্ধনের জন্য তালিকাভূক্ত করা হয়েছে মোট ১০ হাজার ৫৩৫ জন কে। এর মধ্যে রামপাল সদরে ১ হাজার ৫৮৪ জন। মল্লিকেরবেড় ইউনিয়নে ৭৩৩ জন। ভোজপাতিয়া  ইউনিয়নে ৫৬৭ জন। পেড়িখালী ইউনিয়নে ৯৯৩ জন। রাজনগর ইউনিয়নে ৭৬৯ জন। হুড়কা ইউনিয়নে ৪৪৩ জন। গৌরম্ভা ইউনিয়নে ১ হাজার ২২৪ জন। উজলকুড় ইউনিয়নে ১ হাজার ৮৪২ জন। বাইনতলা ইউনিয়নে ১ হাজার ৪২৫ জন ও বাশতলী ইউনিয়নে ৯৬৫ জন। গত ১৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর/২০২২ পর্যন্ত বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহকারীরা তথ্য সংগ্রহ করেছেন।

১০ সেপ্টেম্বর (শনিবার) থেকে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধনের জন্য ছবি তোলার কার্যক্রম চলবে। এরপর কেউ বাদ পড়লে আগামী ১৫ অক্টোবর রামপাল সরকারি কলেজে তাদের নিবন্ধন সম্পন্ন করা হবে।

তিনি বলেন, সংশ্লিষ্ট সকল ইউনিয়নের অন্তর্ভুক্ত ভোটার হওয়ার যোগ্য নারী ও পুরুষদের ইউনিয়ন পরিষদে অথবা উপজেলা নির্বাচন অফিসারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। কেউ যাতে বাদ না পড়েন এ জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন ওই কর্মকর্তা।

সরেজমিনে কথা হয় নিবন্ধন ও ছবি সংগ্রহকারী মো. মো জাহিদুল ইসলামের সাথে। তিনি জানান, আমরা রামপাল সদর ইউনিয়ন থেকে শুরু করেছি। তদারকির দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন অফিসের আইটি প্রধান মো. ফোরকান বিল্লাহ জানান আমরা ব্যপকভাবে প্রচার প্রচারণা চালিয়ে নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম জোরদার করেছি।

কেএস 

Link copied!