Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

মাটিরাঙ্গায় বছরের প্রথম দিনে বই পেয়ে আনন্দে মেতেছে শিক্ষার্থীরা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

জানুয়ারি ১, ২০২৩, ০৪:১০ পিএম


মাটিরাঙ্গায় বছরের প্রথম দিনে বই পেয়ে আনন্দে মেতেছে শিক্ষার্থীরা

সারাদেশের ন্যায় বছরের প্রথম দিনে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার প্রায় শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে এক যোগে  বই উৎসব উদযাপিত হয়েছে। নতুন বই পেয়ে  প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেছে।

রোববার (১ জানুয়ারি) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা বলিটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যা নিকেতনে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মো: মঞ্জুর মোর্শেদ খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

একই সময়ে সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোমতি বিকে উচ্চবিদ্যালয় এর শ্রেণী কক্ষে বই উৎসব উদ্বোধন করেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক।

এর পরপরই মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম মাটিরাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয়ের বই উৎসবের উদ্বোধন করেন।

মাটিরাঙ্গা মিউনিসিপাল স্কুল এন্ড কলেজের বই উৎসবের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা আ.লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, এসময় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এসময় মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো: আব্দুল মালেক, সিনিয়র শিক্ষক হীরানিকা ত্রিপুরা, শিক্ষক শশাঙ্কর ত্রিপুরা লিটন, অভিবাবক সাংবাদিক জসীম উদ্দিন জয়নাল, শিক্ষক মো: ফারুক হোসেন প্রমুখ।

বই বিতরণ উৎসব উদ্বোধনকালে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণীকক্ষে আয়োজিত শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক  বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক বলেন, বছরের শুরুতেই ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেয়াকে সরকারের সাফল্য উল্লেখ করে বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে এটা সরকারের একটি বড় উদ্যোগ। তিনি ছাত্র-ছাত্রীদেরকে বছরের প্রথম দিন থেকেই অধ্যবসায়ে মনোযোগী হওয়ার আহবান জানান।

তিনি সন্তানদের যথাসময়ে স্কুলে পাঠানোর আহবান জানিয়ে বলেন, আজকের সন্তানরাই আগামী দিনে এদেশের দায়িত্ব নেবে। তাই তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা আমার, আপনার এবং আপনাদের দায়িত্ব।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহবান জানিয়ে বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদের বছরের প্রথম দিনে প্রতিটি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছে। সরকার তোমাদের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে স্ব-স্ব এলাকায় পাঠ্যপুস্তক প্রেরণ করেছে।

কেএস

Link copied!