Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

গ্যাস ট্যাবলেট খেয়ে দম্পতির আত্মহত্যা

বগুড়া প্রতিনিধি

বগুড়া প্রতিনিধি

জানুয়ারি ২১, ২০২৩, ০৯:১৮ পিএম


গ্যাস ট্যাবলেট খেয়ে দম্পতির আত্মহত্যা

বগুড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে এক দম্পতি আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (২০ জানুয়ারি) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দম্পতির মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হলেন মো. জিসান ও মিম আক্তার। জিসান শেরপুর উপজেলার হাজিপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

জিসানের বাবা জানান, বৃহস্পতিবার সকালে মিমের বাবার কাছ থেকে পাওনা ১ লাখ টাকা আনতে জিসান তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যান। কিন্তু মিমের বাবা গোলজার হোসেন টাকা না দিয়ে মেয়ে ও মেয়ের জামাইয়ের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে তাদের বাড়ি থেকে বের করে দেন। দুপুরে মিম ও জিসান একসঙ্গেই বাড়িতে ফেরেন। এরপর বিকালে তারা গ্যাসের ট্যাবলেট খেয়েছেন। পরে তাদের অসুস্থ অবস্থায় উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে প্রথমে মিম ও পরে জিসানের মৃত্যু হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে ওই দম্পতির আত্মহত্যার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। 
কেউ আত্মহত্যায় প্ররোচণা দিয়ে থাকলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

কেএস

Link copied!