Amar Sangbad
ঢাকা শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯

লুঙ্গি-গামছা পরে মাদক কারবারি ধরলো পুলিশ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৩:৫১ পিএম


লুঙ্গি-গামছা পরে মাদক কারবারি ধরলো পুলিশ

লুঙ্গি-গামছা পরে ছদ্মবেশ ধারণ করে ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সকালে মামলা দায়েরর পরা তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে কালিহাতী পৌর এলাকার সিলিমপুর চাটিপাড়া আক্তার হোসেনের মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঘাটাইল উপজেলার জামালপুর গ্রামের আ. গফুরের ছেলে মনিরুল ইসলাম মনির(৩৫) ও গোপালপুর উপজেলার কামাক্ষাবাড়ী গ্রামের আব্দুর রহিম ভূঁইয়ার ছেলে মো. সুমন ভূঁইয়া (৩২)।

কালিহাতী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিন্টু চন্দ্র ঘোষ ও সঙ্গীয় ফোর্স লুঙ্গি-গামছা পড়ে ছদ্মবেশ ধারণ করে কালিহাতী পৌর এলাকার সিলিমপুর চাটিপাড়া আক্তার হোসেনের মার্কেটে অভিযান পরিচালনা করে। এ সময়  ১৫০ পিস ইয়াবাসহ ওই  দুই ব্যক্তিকে আটক করা হয় ।

এ ব্যাপারে কালিহাতী থানার এস আই মিন্টু চন্দ্র ঘোষ বাদি হয়ে একটি মামলা দায়ের করে শুক্রবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন।

এআরএস

Link copied!