Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৭ মে, ২০২৪,

চট্টগ্রাম নগরীতে ৫ হোটেল রেস্টুরেন্টে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ০৭:৩১ পিএম


চট্টগ্রাম নগরীতে ৫ হোটেল রেস্টুরেন্টে জরিমানা

চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গায় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) চার রেস্টুরেন্ট এবং এক হোটেলে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রতীক দত্ত।

এসময় রেস্টুরেন্টের ফ্রিজে বিভিন্ন বাসী কাবাব এবং লেগরোস্ট সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার, মেয়াদবিহীন বিভিন্ন মসলা ও রান্নার উপকরণ ব্যবহার করা এবং নোংরা পরিবেশে খাদ্য তৈরির দায়ে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন তানুর কাবাব রেস্টুরেন্টে ৫০ হাজার টাকা, বহদ্দারহাট মোড়ের আলিফ রেস্টুরেন্টে ৭০ হাজার টাকা, মুনসুরাবাদ এলাকার নিউ মেহমান হোটেলকে ৫ হাজার টাকা এবং কাশেম হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া বহদ্দারহাট এলাকার দ্যা ব্লু মুন নামের একটি আবাসিক হোটেলে লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয় এবং ১ মাসের মধ্যে লাইসেন্স করার নির্দেশনা দেয়া হয়। আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে জেলা প্রশাসনের এরূপ অভিযান চলমান থাকবে।

কেএস 

Link copied!