Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫,

বাহুবলে বেপরোয়া বাস চাপায় পথচারী নারীর মৃত্যু

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

মার্চ ২১, ২০২৩, ০৪:০৮ পিএম


বাহুবলে বেপরোয়া বাস চাপায় পথচারী নারীর মৃত্যু

হবিগঞ্জের বাহুবল উপজেলা মিরপুর টু শ্রীমঙ্গল সড়কে বেপরোয়া বাস চাপায় এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ২ টার দিকে উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল সড়কের বিহারীপুর রাস্তার সামনে।

জানা যায়, বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের খোজারগাও গ্রামের মৃত আব্দুল মন্নানের স্ত্রী মোছা. আম্বিয়া খাতুন(৫০) খোজারগাও রাস্তার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন, এমতাবস্থায় হবিগঞ্জ থেকে চেড়ে আসা দ্রুতগ্রামীর হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস ওই নারীকে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় পথচারীদের সহযোগিতায় আম্বিয়া খাতুনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আম্বিয়া খাতুনের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং শোকাভিভূত পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

আরএস

Link copied!