community-bank-bangladesh
Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪,

কক্সবাজার হাইওয়ে পুলিশের অভিযানে ৩৬শ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজার প্রতিনিধিঃ

মার্চ ২১, ২০২৩, ০৭:২৩ পিএম


কক্সবাজার হাইওয়ে পুলিশের অভিযানে ৩৬শ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার হাইওয়ে কুমিল্লা রিজিয়নের রামুক্রসিং হাইওয়ে থানার এএসআই মো. আবুল মনছুর সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে

রামু থানাধীন রামু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের উত্তর পাশে কক্সবাজার -টেকনাফ আঞ্চলিক মহাসড়ক থেকে আনুমানিক ১১ লক্ষ টাকার মাদক উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজার হাইওয়ে কুমিল্লা রিজিয়নের রামুক্রসিং হাইওয়ে থানার এএসআই মো. আবুল মনছুর গোপন সংবাদের ভিত্তিতে সিএনজি যাত্রী আবদুর রহিম (২৮) এর কাছ থেকে পলিথিন মোড়ানো অবস্থায় ৩৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে, যার মূল্য আনুমানিক ১০ লক্ষ আশি হাজার।

আবদুর রহিম কক্সবাজার জেলার উখিয়া থানার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া গ্রামের সৈয়দ নুর হোসেনের ছেলে।

এ বিষয়ে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ তিনি বলেন, আসামীর বিরুদ্ধে রামু থানায় মামলা প্রক্রিয়াধীন। হাইওয়ে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরএস

 

Link copied!