সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
জুলাই ৩০, ২০২৫, ০৮:১৫ পিএম
কুড়িগ্রামে ‘২৪ জুলাই শহীদ আশিক স্ট্রিট স্ট্যাম্প’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৫টায় ঘোষপাড়া শাপলা চত্বর সংলগ্ন এলাকায় জেলা পরিষদের অর্থায়নে এবং এলজিইডির বাস্তবায়নে নির্মিতব্য স্ট্যাম্পটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুছ হোসেন বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান মিজান, আবদুল আজিজ নাহিদ এবং সদর থানার ওসি মো. হাবিবুল্লাহ প্রমুখ।
উল্লেখ্য, শহীদ আশিকুর রহমান আশিক কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের বাসিন্দা। ২০২৪ সালের ২৪ জুলাই ‘জুলাই বিপ্লব’ গণআন্দোলনে অংশ নিতে তিনি বাড়ি থেকে বের হন এবং কুড়িগ্রামের শাপলা চত্বরে ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট যুবলীগের সন্ত্রাসী হামলায় আহত হন। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ছিলেন জুলাই বিপ্লবের একজন সাহসী শহীদ যোদ্ধা।
ইএইচ