হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
মার্চ ২৪, ২০২৩, ০৭:৩৭ পিএম
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
মার্চ ২৪, ২০২৩, ০৭:৩৭ পিএম
চট্টগ্রামের হাটহাজারীতে কৃষিজমির উপরিভাগ মাটি কাটার দায়ে মোহাম্মদ হারুনুর রশিদ নামে স্থানীয় এক সাবেক ইউপি চেয়ারম্যানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৪ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও বলেন, সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, রাস্তার ঠিক পাশেই এক্সেভেটর দিয়ে একটি আবাদযোগ্য কৃষি জমির মাটি কাটা হচ্ছে।
জিজ্ঞাসাবাদে হারুনুর রশিদ তার অপরাধ স্বীকার করেন, পরে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। কৃষি জমি সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে হাটহাজারী মডেল থানার একটি ফোর্স সহযোগিতা করেন।
আরএস