Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪,

গোসাইরহাটে অপ্রাপ্ত বয়স্ক বাইক চালকদের জরিমানা

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

মার্চ ২৮, ২০২৩, ০৭:১৮ পিএম


গোসাইরহাটে অপ্রাপ্ত বয়স্ক বাইক চালকদের জরিমানা

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় অপ্রাপ্ত বয়স্ক মোটরসাইকেল চালক ও কাগজপত্রবিহীন বাইক চালকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ ) সকাল থেকে গোসাইরহাট উপজেলায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত। এসময় ১৫টি বাইককে জরিমানা ও কয়েকজন অপ্রাপ্ত বয়স্কদের বাইক জব্দ করা হয়েছে।

মোবাইল কোর্ট চলাকালীন উপস্থিত ছিলেন,গোসাইরহাট থানার এসআই অনির্বাণ সরকার ও পুলিশ ফোর্সসহ আনসার সদস্যরা।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত বলেন, বাইক দুর্ঘটনা প্রতিরোধে জেলা প্রশাসকের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন বিষয়ে নজরদারি করছি। তবে মোটরসাইকেল চালকদের ক্ষেত্রে হেলমেট পরিধান বাধ্যতামূলক নিশ্চিত করনে বেশি গুরুত্ব দিচ্ছি। সড়ক দুর্ঘটনা রোধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এই অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির বলেন, গোসাইরহাটে আমরা কোন অপ্রাপ্ত বয়স্ক ও কাগজপত্রবিহীন মোটর সাইকেল চালাতে দিবো না।

এই বিষয়ে জেলাপ্রশাসক জনাব মোঃ পারভেজ হাসান জানান, বাইক দুর্ঘটনা প্রতিরোধে শরীয়তপুর জেলায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।

আরএস
 

Link copied!